হোম > বিশ্ব > ভারত

ভারতে জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের ৭ সদস্য, তিন মৃতদেহ উদ্ধার

মুম্বাইয়ের কাছে লোনাভালায় একটি জলপ্রপাতে ভ্রমণে গিয়েছিল একটি পরিবার। কিন্তু এর ফুঁসতে থাকা পানিতে ভেসে যায় পরিবারটির সাত সদস্য। এতে মুহূর্তেই আনন্দ রূপ নেয় বিষাদে। ভেসে যাওয়াদের মধ্যে দুজন সাঁতরে ফিরতে পারলেও বাকিরা ফিরতে পারেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গতকাল রোববার ওই পরিবার মুম্বাই থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের এই হিল স্টেশনে গিয়েছিল ছুটি কাটাতে। এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে চলছে অভিযান।

বর্ষাকাল এলেই পাহাড়ি এই শহরে আগমন ঘটে শত শত পর্যটকের। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুসি ড্যামের কাছের একটি জলপ্রপাতের পাশে পিকনিক করছিল তারা। দুপুরে পানি কম ছিল জলপ্রপাতে। ওই সময় পরিবারটির সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ছিল। সকাল থেকে এই এলাকায় হওয়া ভারী বৃষ্টিতে বাঁধ উপচে বাড়ছিল জলপ্রপাতের পানি। হঠাৎ পানির স্রোত এতটাই তীব্র আকার ধারণ করে যে পাথর থেকে পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারপর পানির তোড়ে ভেসে যায়।

তীব্র স্রোতের কারণে চোখের সামনে ঘটনাটি ঘটলেও সাহায্য করার সাহস করেননি অন্য পর্যটকেরা। খবর শোনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা দড়ি ও ট্রেকিং গিয়ার দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালান।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের