হোম > বিশ্ব > ভারত

মার্কিন এমপির আজাদ কাশ্মীর সফরের নিন্দা জানাল ভারত

মার্কিন কংগ্রেসের নারী সদস্য ইলহান ওমরের পাকিস্তান-অধিকৃত কাশ্মীর সফরের নিন্দা জানিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পাকিস্তানে চার দিনের সফর শুরু করেছেন ইলহান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সঙ্গেও দেখা করেছেন। 

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ইলহানের সফর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘এটা নিন্দনীয়’। 

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘যদি এই ধরনের রাজনীতিবিদ বাড়িতে তাঁর সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করতে চান তবে সেটা তাঁর ব্যাপার। তবে সেটি করতে গিয়ে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে সেটি তখন আমাদের ইস্যু হয়ে দাঁড়ায়। এটা নিন্দনীয়।’ 

 ২০-২৪ এপ্রিল পর্যন্ত সফরে ইলহান ওমর ইসলামাবাদে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কিছু অংশ পরিদর্শন করবেন। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, এ মার্কিন কংগ্রেস ওম্যান পাকিস্তানের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আরও বেশি বোঝার জন্য লাহোর এবং ‘আজাদ জম্মু ও কাশ্মীর’ সফর করবেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইলহানের বৈঠকেও বিষয়টি উঠে এসেছে। 

বৈঠকের ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংবাদিকদের বলেছেন, ইলহান ওমরের (৩৯) সঙ্গে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিলেন। 

ইলহান বরাবরই ভারতের মানবাধিকার পরিস্থিতির একজন কঠোর সমালোচক। তিনি জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান। এই অঞ্চলটিকে তার অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন এবং সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যেতে এ সমস্যার সমাধান জরুরি বলে বৈঠকে উল্লেখ করেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। 

পার্লামেন্টে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান এর পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে ইলহান ওমরের এই সফর মূলত পাক-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধারেরই প্রচেষ্টা। 

ইলহান ওমর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টি থেকে মিনেসোটার প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার