হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে মোদির সভাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে বিস্ফোরণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু-কাশ্মীর সফরের দিনে সভাস্থল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে আজ রোববার জম্মুর সাম্বা জেলার পাল্লি গ্রামে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

জম্মু পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট চন্দন কোহলি হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘জম্মুর লালিয়ানা গ্রামে এক বিস্ফোরণে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, উল্কাপাত বা বজ্রপাতের কারণে এ গর্ত তৈরি হয়েছে।’ 

স্থানীয়রা জানান, আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি অনলাইন ভিডিওতে দেখা যায়, উৎসুক গ্রামবাসী ও পুলিশ গর্তের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। 

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৯ সালে নরেন্দ্র মোদি সেই ‘বিশেষ মর্যাদা’ বাতিল করেন। এরপর প্রথমবারের মতো কেন্দ্রশাসিত এই অঞ্চলে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। 

গত শুক্রবার জম্মু-কাশ্মীর অঞ্চলের সুজাওয়ানে নিরাপত্তাকর্মীদের একটি বাসে জইশ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া দুজন জইশ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের একজন আত্মঘাতী জ্যাকেট পরে ছিল। এ ঘটনার পর কেন্দ্রশাসিত এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক