জম্মু ও কাশ্মীরে ফারুক আহমদ নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে প্রদেশটির প্যাম্পোর এলাকার একটি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফারুক আহমদ পুলিশের উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের রিজার্ভ পুলিশে কর্মরত ছিলেন।
এক টুইট বার্তায় কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তা গতকাল শুক্রবার তাঁর বাড়ির পাশের ধানখেতে কাজ করতে যান। এরপর সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে ফেলে গেছে।