হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে নয় আলোচনা হবে স্থানীয়দের সঙ্গে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে কোনো আলোচনা হবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় আজ বুধবার কাশ্মীরের বারামুল্লায় এক জনসভায় এই কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহ বলেছেন—‘একবার সংশোধিত ভোটার তালিকার সংশোধন নিশ্চিত হয়ে গেলে জম্মু–কাশ্মীরে শিগগিরই অবাধ ও মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ভাষণের সময় স্থানীয় মসজিদে আজান শুরু হলে অমিত শাহ তাঁর ভাষণ স্থগিত করেন।

ভারতের নতুন আইন অনুসারে গত আগস্ট থেকে শুরু হওয়া সংশোধিত ভোটার তালিকা হালনাগাদকরণ আগামী নভেম্বর মাসের ২৫ তারিখে শেষ হওয়ার কথা। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর এই প্রথম জম্মু–কাশ্মীরে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে অমিত শাহ বলেন, ‘অনেকেই বলেন, আমাদের পাকিস্তানের সঙ্গে আলোচনা করা উচিত। কেন আমরা আলোচনা করব? আমরা বরং গুজ্জার, পাহাড়ি এবং কাশ্মীরি যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব।’

এ সময় তিনি পাকিস্তানের সঙ্গে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উন্নয়ন তুলনা করে বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কটি গ্রামে বিদ্যুৎ রয়েছে? কিন্তু আমরা গত তিন বছরে নিশ্চিত করেছি, কাশ্মীরের কোনো গ্রাম যেন বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে না থাকে।’

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির