হোম > বিশ্ব > ভারত

এবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

মানহানি মামলা থেকে রেহাই পেতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দোষী সাব্যস্ত হওয়ার রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি। মঙ্গলবার রাহুলের আইনজীবী সাজা কার্যকর করার নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে এই আপিল করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এর এক দিন পর ২৪ মার্চ রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

লোকসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন, অর্থাৎ ২৩ মার্চ ২০২৩ থেকে তিনি আর এমপি নন।

তবে আদালত রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল সুরাট আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তাঁকে দোষী সাব্যস্ত করার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে একটি আবেদন করেছিলেন। আদালত সেই স্থগিতাদেশ দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহুলকে জামিন দিয়েছিল।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে