হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াই জিতবে: পুতিন

ইউক্রেনের মাটিতে রাশিয়ার জয় হবেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরে এক ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের একটি কারখানায় দেওয়া ওই ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেন বিশেষ অভিযানে জয় নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রুশ নাগরিকদের সংহতি ও ঐক্য, আমাদের যোদ্ধাদের সাহসিকতা-বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্প খাতে আপনাদের মতো শ্রমিকদের পরিশ্রমে জয় নিশ্চিত হবে।’ 

রাশিয়ার প্রতিরক্ষাশিল্পের প্রশংসা করে পুতিন বলেন, রাশিয়ার অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বাকি অংশের সমপরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে তিন গুণ বেশি।

গেল বছর ইউক্রেন যুদ্ধে একাধিক ব্যর্থতার পর রণক্ষেত্রে কৌশল পরিবর্তন করছেন রুশ প্রেসিডেন্ট। সবশেষ গত সপ্তাহে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার বদলেছেন তিনি। শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দিয়েছেন পুতিন। 

গত বছরের অক্টোবরে জেনারেল সুরোভিকিনকে ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ইউক্রেনের শক্তিশালী অবকাঠামোগুলো ধ্বংস করে নজির স্থাপন করেছিলেন। তবে তাঁর সময়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করা হয়। এটিকে ইউক্রেন তাদের অন্যতম সাফল্য হিসেবে প্রচার করেছে। 

এদিকে ইউক্রেনকে নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে যাচ্ছে পশ্চিমা মিত্ররা। সম্প্রতি দেশটিকে অত্যাধুনিক ট্যাংকসহ আরও ভারী অস্ত্র দেওয়া নিয়েও আলোচনা চলছে। ইউরোপের একাধিক দেশ কিয়েভে অত্যাধুনিক ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে। ফ্রান্স, পোল্যান্ড ও যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ফিনল্যান্ডও ট্যাংক পাঠানোর কথা ভাবছে। এ ছাড়া ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো করার অংশ হিসেবে ট্যাংক ও অতিরিক্ত কামান পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। 

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া