হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ থামলে গাজাকে নতুন করে গড়ে তুলবেন এরদোয়ান

যদি যুদ্ধ থামে, তবে গাজার বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল ও হাসপাতালগুলো আবারও নতুন করে গড়ে তোলায় সহযোগিতা করবে তুরস্ক। আজ রোববার এই ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জার্মানি সফর করছেন এরদোয়ান। সেখানেই জার্মান নেতাদের সঙ্গে এক আলোচনায় গাজাকে নতুন করে গড়ে তোলার ঘোষণাটি দেন তিনি। এরদোয়ান বলেন, ‘যদি একটি যুদ্ধবিরতি হয়, তবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে যা যা করা দরকার আমরা করব।’ 

তিনি আরও বলেন, ‘গাজার ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোসহ স্কুল, হাসপাতাল এবং পানি ও শক্তি সম্পদের ব্যবস্থাগুলো পুনরায় নির্মাণে আমরা সহযোগিতা করব।’ 

এর আগে গত সপ্তাহে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র আছে কি না, তা প্রকাশ করার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোয়ান। সর্বশেষ আজও জার্মানিতে একই ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ‘তুরস্ক আহ্বান জানাচ্ছে, খুব দেরি হওয়ার আগে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রগুলো সন্দেহাতীতভাবে পরীক্ষা করা উচিত। আমরা বিষয়টির খোঁজ রাখব।’ 

এরদোয়ান জানিয়েছেন, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবার তাঁকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তাঁর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারগুলো। এ অবস্থায় তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বিষয়টি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে জার্মানি কেন ইসরায়েলকে সমর্থন করছে, সেই বিষয়েও মন্তব্য করেন এরদোয়ান। তিনি দাবি করেন, হলোকাস্টের সময় বিপুলসংখ্যক ইহুদি প্রাণ হারিয়েছিল—সেই অপরাধবোধ থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের শক্তিমান দেশটি। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে জার্মান নেতাদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

এরদোয়ানের এসব বক্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি জার্মান চ্যান্সেলর স্কোলজ। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। একই সঙ্গে সব জীবনই সমান মূল্যবান এবং গাজার দুর্ভোগ আমাদের ব্যথিত করে।’ 

জার্মানির কাছ থেকে তুরস্ক ৪০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়। তবে স্কোলজ এসব যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন কি না, সেই প্রশ্নটি এড়িয়ে গেছেন। তবে এরদোয়ান জানিয়েছেন, স্কোলজ রাজি না হলে যুদ্ধবিমান কেনার জন্য তাঁর দেশ অন্য দেশের শরণাপন্ন হবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট