হোম > বিশ্ব > ইউরোপ

পুলিশের গুলিতে কিশোর নিহত, বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ডয়চে ভেলে

প্যারিসের রাস্তায় হলুদ মার্সিডিজ চালাচ্ছিলেন নাহেল এম নামের এক কিশোর। ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। এরপর গতকাল বুধবার থেকে শুরু হয় প্রতিবাদ। বর্তমানে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে গোটা ফ্রান্স।

প্যারিসের শহরতলিতে রাস্তায় নেমে মানুষ নোংরা ফেলার বিনগুলোতে আগুন ধরিয়ে দেয়। একটি জায়গায় বাসেও আগুন লাগানো হয়। একটি শহরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ গেলে তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

এরপর বিক্ষোভ ছড়াতে থাকে। শুধু প্যারিস নয়, ফ্রান্সের অনেক শহরে রাস্তায় নেমে পড়ে বিক্ষোভকারীরা। ২৪ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কী হয়েছিল সেদিন?
পুলিশ প্রথমে জানিয়েছিল, ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের এক অফিসারকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাকে থামানোর জন্য গুলি চালানো হয়। এতে মারা যায় ওই কিশোর। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায়, গাড়ি থেমে আছে। দুই পুলিশ ওই গাড়ির পাশে। একজন রিভলবার তাক করে আছেন। একটা গলার আওয়াজ ভেসে আসে, ‘মাথায় গুলি করব।’ গাড়ি নিয়ে ডেলিভারি ড্রাইভার কিশোর নাহেল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি চালালে সে মারা যায়।

নিন্দার ঝড়
ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘এ ঘটনা মেনে নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য। কিশোরের এই মৃত্যুকে কোনো যুক্তি দিয়েই ব্যাখ্যা করা যাবে না।’

ফুটবল সুপারস্টার কিলায়ান এমবাপ্পে এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, পুলিশ যেন মাথা ঠান্ডা রাখে। ফরাসি প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, পুলিশ আইন মানেনি।

কাঠগড়ায় পুলিশ
এ ঘটনার পর ফ্রান্সের পুলিশকে আবার কাঠগড়ায় তুলছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বেশ কিছুদিন ধরেই বলে আসছে, শহরতলির নিম্ন আয়ের মানুষ এবং সংখ্যালঘুদের ওপর পুলিশের আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয়।

গত বছর ট্র্যাফিক চেকে না থামার অপরাধে ১৩ জনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ২০১৭ সালে পুলিশকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। পুলিশকে এই অনুমতি দেওয়া ঠিক হয়েছে কি না, তা নিয়ে ফ্রান্সে বিতর্ক শুরু হয়েছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন