হোম > বিশ্ব > ইউরোপ

রানি এলিজাবেথ আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন: বাইডেন

ঢাকা: রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে মায়ের কথা মনে পড়ে গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গতকাল রোববার যুক্তরাজ্য ত্যাগ করার সময় বাইডেন সাংবাদিকদেরকে এমনটি জানিয়েছেন।

এ বছর জি৭ সম্মেলনের আয়োজক ছিল যুক্তরাজ্য। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার সম্মেলন শেষে যুক্তরাজ্যের উইন্ডসর প্রাসাদে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার পুতিনের খোঁজ নিয়েছেন রানি এলিজাবেথ।

সাক্ষাতের পর লন্ডন ছাড়ার আগে বাইডেন বলেন, রানির উদার মন। ঠিক যেন মায়ের মতো। আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আমার থেকে পুতিন ও চিনপিংয়ের খোঁজও নিয়েছেন তিনি। আরও একটু থাকতে পারলে ভালো লাগত। উনিই খুবই ভালো মনের মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের আগে মাত্র তিনজন মার্কিন প্রেসিডেন্ট ফার্স্ট লেডিসহ উইন্ডসর প্রাসাদে রানির আমন্ত্রণ পেয়েছেন। তাঁরা হলেন, ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ এবং রোনাল্ড রিগ্যান।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন