হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগ

যুক্তরাজ্যে বরিস জনসনের সরকার থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট। এক সপ্তাহ আগে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দা মেল অন সানডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পদত্যাগপত্রে ফ্রস্ট লিখেছেন, ব্রেক্সিট এখন নিরাপদ। তবে দেশ বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়েও তাঁর কিছুটা দ্বিমত রয়েছে। চিঠিতে পদত্যাগকে 'অবিলম্বে কার্যকর' করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রস্ট। একই সঙ্গে যুক্তরাজ্যে 'কম-করের' অর্থনীতি দেখার ইচ্ছা আছে বলে উল্লেখ করেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লর্ড ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার চুক্তি এবং উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দেন। ইইউ থেকে সরে আসার পরে এবার তাঁর প্রত্যাশা একটি স্বল্প নিয়ন্ত্রিত, কম ট্যাক্স ভুক্ত, উদ্যোক্তাবান্ধব, আধুনিক বিজ্ঞান ও জনবান্ধব অর্থনীতি। তবে জুলাই মাস থেকে চলমান অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী হতে পারেননি। দ্রুতই যুক্তরাজ্য সঠিক পথে ফিরে আসবে এবং কোনো ধরনের জবরদস্তিমূলক ব্যবস্থায় প্রলুব্ধ হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। 

গ্রেট ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ডে পণ্য পাঠানোসহ কিছু বাণিজ্য প্রোটোকলেরও সমালোচনা করেন ফ্রস্ট। এ প্রসঙ্গে ডিইউপি নেতা স্যার জেফরি ডোনাল্ডসন বলেছেন, ফ্রস্টের পদত্যাগের ফলে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের প্রতি যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ—প্রোটোকল, নাকি রাজনৈতিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা। 

লর্ড ফ্রস্টের পদত্যাগপত্র জমা দেওয়ার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জনসন বলেন, এই সরকার এবং এই দেশকে ফ্রস্ট যে ঐতিহাসিক সেবা দিয়েছেন, তাতে তাঁর অত্যন্ত গর্বিত হওয়া উচিত। 

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া