হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ শতাধিক

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের অধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। নিখোঁজদের মধ্য অসংখ্য নারী-শিশু রয়েছে। গত বুধবারের এই দুর্ঘটনায় ৭৮ জনের লাশ পাওয়া যায় বলে জানান জাতিসংঘের হিউম্যান রাইটসের মুখপাত্র জেরেমি লরেন্স।

এ বিষয়ে গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাডুবির কারণ জানতে বাস্তব তথ্য ও প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত করা হবে।’

 ৭৫০ লোক বহনকারী মাছ ধরার নৌকাটি দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়ায় গ্রিসের কোস্টগার্ড ঘটনার তদন্ত করছে। ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে দুজন বলেন, জনাকীর্ণ নৌকাটি প্রথমে এদিক-ওদিক দুলছিল। এরপর নৌকাটি ডুবে যায়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, প্রাণহানি ঠেকাতে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে।

গ্রিস সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস গতকাল শুক্রবার নিশ্চিত বলেছেন, গ্রিসের কোস্টগার্ড দড়ি দিয়ে নৌকাটি উপকূলের কাছে টানার চেষ্টা করেছিল। সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তারা সাহায্য দরকার নেই জানিয়ে ইতালির দিকে চলে গেছে।

হেলেনিক রেডক্রসের স্বেচ্ছাসেবী ও চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বিবিসিকে বলেছেন, ‘এখন বেঁচে থাকাদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সব নারী-শিশুকে ডেকের নিচে রাখা হয়েছিল। নৌকাটি দ্রুত ডুবে যাওয়ার কারণে তারা সময়মতো বের হতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার আগে অন্তত দুই দিন ধরে সাগরের পানি পান করছিলেন যাত্রীরা।’

এদিকে নিখোঁজ কয়েকজনের পরিবার তাদের প্রিয়জনের খোঁজে গ্রিসের কালামাতায় এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা আফতাব একজন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে তাঁর অন্তত চারজন আত্মীয় ওই নৌকায় ছিলেন। কিন্তু এখন তাদের কোনো খোঁজ নেই।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া