হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ২০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা রাশিয়ার সাড়ে ২০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। এসব সম্পদের অধিকাংশের মালিক রুশ অলিগার্ক এবং অন্যান্য রাশিয়ান ধনকুবেররা। যুক্তরাজ্যের জুনিয়র মিনিস্টার অব ট্রেজারি অ্যান্ড্রু গ্রিফিথস বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

অ্যান্ড্রু গ্রিফিথস স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা রাশিয়ার ওপর সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞাটি আরোপ করেছি এবং এই নিষেধাজ্ঞা দেশটির যুদ্ধবাজ প্রশাসনকে পঙ্গু করে দেবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার: আমরা পুতিনকে এই নির্মম যুদ্ধে জয়ী হতে দেব না।’

এর আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনকে ‘নাজি মুক্তকরণের’ লক্ষ্যে রাশিয়া তাদের দাবিকৃত বিশেষ ‘সামরিক অভিযান’ চালায়। তার পর থেকেই পশ্চিমা বিশ্ব বিভিন্ন সময়ে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখনো পর্যন্ত যুক্তরাজ্য রাশিয়ার অন্তত ১২ শ জন ব্যক্তি, ১২০ টিরও বেশি প্রতিষ্ঠান-সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এদিকে, রাশিয়া জানিয়েছে—রুশ সৈন্যরা ইউক্রেনের অন্যতম আঞ্চলিক রাজধানী খেরসন থেকে সরে যেতে শুরু করেছে। গতকাল বুধবার দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের আঞ্চলিক রাজধানী খেরসনের বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রুশ সৈন্যরা এরই মধ্যে দিনিপ্রো নদীর ডান তীর থেকে সরে আসতে শুরু করেছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার সেনা ইউনিটগুলো পূর্বে অনুমোদিত পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করে দিনিপ্রো নদীর বাম তীরে নিজেদের অবস্থান গড়ে তোলার লক্ষ্যে সরে আসছে।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট