হোম > বিশ্ব > ইউরোপ

ভারত সফরে আসছেন পুতিন, সম্ভাব্য তারিখ আগস্টের শেষভাগ

আজকের পত্রিকা ডেস্ক­

পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরই ভারত সফর করবেন। এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া সফররত দোভাল স্থানীয় সময় গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগস্টের শেষদিকে এই সফর হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চলতি বছরের শেষদিকে ভারত সফর করবেন। এই সফরের ঘোষণা এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। এ কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন এবং ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নিয়েছেন।

পুতিনের ভারত সফরের বিষয়ে অজিত দোভাল বলেন, ‘আমাদের দীর্ঘদিনের এক বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্কের মূল্যায়ন করি। আমাদের মধ্যে যে উচ্চপর্যায়ের সংযুক্তি রয়েছে, তা আমাদের উভয় দেশকেই সুবিধা দিয়েছে ধারাবাহিকভাবে।’

দোভাল আরও বলেন, ‘বিষয়টি আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত যে, প্রেসিডেন্ট পুতিন শিগগির ভারত সফর করবেন। আমি মনে করি, এই সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্তই হয়ে রয়েছে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ না বললেও তাঁর বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন চলতি আগস্টের শেষ নাগাদ ভারত সফর করতে পারেন।

নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে এই সফর হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনাকে বাধাগ্রস্ত করছে।

গতকাল বুধবার ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও হুমকি দিয়েছেন যে, যদি রাশিয়া শুক্রবারের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তাঁরা রাশিয়ার তেল ক্রেতাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন।

ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সোভিয়েত আমল থেকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। গত কয়েক বছরে উভয় দেশ তাদের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করেছে, যার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে।

এদিকে ক্রেমলিন আজ বৃহস্পতিবার জানিয়েছে, পুতিনেরও আগামী দিনে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, দুই পক্ষ একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে এবং বৈঠকের স্থান চূড়ান্ত করা হয়েছে, যা পরে ঘোষণা করা হবে।

ইউক্রেনের দনবাসকে ভাগাভাগি করে নিতে চায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র—জানালেন জেলেনস্কি

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার

ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে মরল প্রথম ব্রিটিশ সেনা, লন্ডনের স্বীকারোক্তি

নরওয়েতে থেকেও মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে গেলেন না যে কারণে

সময়মতো পৌঁছাননি মাচাদো, নোবেল শান্তি পুরস্কার নিলেন তাঁর মেয়ে

যুদ্ধজয়ের আশা নেই, ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ