রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে সামরিক অভিযান না চালানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই পুতিনকে ব্যক্তিগতভাবে এই অনুরোধ করেন গুতেরেস।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন, আপনার সৈন্যদের ইউক্রেনে আক্রমণ করা থেকে বিরত রাখুন। শান্তির সুযোগ দিন, ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছে।’
এরই মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পুতিন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়া দুই দেশের সীমান্তে বেসামরিক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। তবে জাতিসংঘ এই অভিযোগগুলো যাচাই করতে পারেনি।
জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাসও পুতিনকে হামলা থেকে বিরত থাকতে বলেছেন।