হোম > বিশ্ব > ইউরোপ

১১৬ বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ গোয়েন্দাপ্রধান হলেন একজন নারী

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স ৬ প্রধান হতে যাচ্ছেন ব্লেইস মেট্রেওয়েইলি। ছবি: সংগৃহীত

ব্রিটিশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এমআই৬ (MI6)-এর ১১৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো একজন নারীকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্লেইজ মেট্রুয়েলি, যিনি ১৯৯৯ সালে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে যোগ দিয়েছিলেন, প্রতিষ্ঠানটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চলতি বছরের শেষ দিকে। তিনি বর্তমানে সংস্থাটির প্রযুক্তি ও উদ্ভাবন শাখার পরিচালক এবং ‘ডিরেক্টর জেনারেল কিউ (Q)’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্লেইজ মেট্রুয়েলি বলেন, “আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি এমন একটি দায়িত্ব পেয়ে। এই গুরুত্বপূর্ণ সময়ে এমআই৬-এর নেতৃত্ব দিতে পারা আমার জন্য এক বিশাল দায়িত্ব।”

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই নিয়োগকে "ঐতিহাসিক" বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমন সময়ে একজন দক্ষ এবং প্রযুক্তিনির্ভর নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।”

ব্লেইজ মেট্রুয়েলির অভিজ্ঞতা

৪৭ বছর বয়সী মেট্রুয়েলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি এমআই৫-এও পরিচালক পর্যায়ে কাজ করেছেন এবং দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্য ও ইউরোপে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রযুক্তি বিভাগ চীনের বায়োমেট্রিক নজরদারির মতো হুমকি থেকে ব্রিটিশ গোপন এজেন্টদের পরিচয় রক্ষা এবং আধুনিক উপায়ে শত্রুদের ফাঁকি দেওয়ার কৌশল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৪ সালের রাজকীয় জন্মদিনের আন্তর্জাতিক সম্মানসূচীতে তাঁকে "কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (CMG)" উপাধিতে ভূষিত করা হয়।

এমআই৬ প্রধান বা ‘সি’ এর ভূমিকা কী?

‘সি’ উপাধির উৎপত্তি ক্যাপ্টেন ম্যান্সফিল্ড কামিং থেকে, যিনি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত সিক্রেট সার্ভিস ব্যুরোর প্রধান ছিলেন এবং সব কাগজপত্রে সবসময় “C” দিয়ে স্বাক্ষর করতেন। সেই ঐতিহ্য এখনও অব্যাহত, এবং আজও এমআই৬ প্রধান সবসময় সবুজ কালি ব্যবহার করে লিখে থাকেন।

এমআই৬ প্রধান ‘সি’ সরাসরি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন এবং জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীকে গোয়েন্দা বিশ্লেষণ ও পরামর্শ দেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী চাইলে এমআই৬ কর্মকর্তাদের বিশেষ অভিযান—যার মধ্যে প্রাণঘাতী অভিযানও থাকতে পারে—অনুমোদন দিতে পারেন।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ

বিশ্বব্যাপী রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া যেভাবে ঘনিষ্ঠভাবে পশ্চিমা স্বার্থবিরোধী কার্যক্রমে লিপ্ত, তাতে এমআই৬-এর ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু রাষ্ট্রীয় নয়, আল-কায়েদার মতো অ-রাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীও এমআই৬-এর নজরদারির আওতায় রয়েছে।

তথ্য সংগ্রহে ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি এমআই৬-এর ঐতিহ্যগত ‘হিউম্যান ইন্টেলিজেন্স’ বা মানব গোয়েন্দাগিরির কাজকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। এমআই৬ এখন কেবল সাইবার স্পেস ও স্যাটেলাইট নজরদারির সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, এবং বায়োমেট্রিক ডেটার মতো জটিলতার মধ্যেও টিকে থাকার লড়াই চালাচ্ছে।

বিদায়ী প্রধানের প্রশংসা ও নতুন নেতৃত্বে প্রত্যাশা

চলতি বছরের শরতেই বিদায় নেবেন বর্তমান এমআই৬ প্রধান স্যার রিচার্ড মুর। তিনি বলেন, “এই ঐতিহাসিক নিয়োগে আমি অত্যন্ত আনন্দিত। ব্লেইজ একজন চৌকস, অভিজ্ঞ এবং প্রযুক্তি নিয়ে ভাবনাচিন্তায় অগ্রণী গোয়েন্দা কর্মকর্তা। তাঁর নেতৃত্বে এমআই৬ আরও শক্তিশালী ও আধুনিক হবে।”

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ব্লেইজ মেট্রুয়েলিকে ‘আদর্শ নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, “বিশ্বের অস্থিরতা এবং নতুন নতুন নিরাপত্তা হুমকির মুখে ব্রিটেনের স্বার্থ রক্ষায় তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, “স্যার রিচার্ড মুরের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। আমি নিশ্চিত ব্লেইজ আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় অসাধারণ নেতৃত্ব প্রদান করবেন।”

এই নিয়োগ শুধু এমআই৬ নয়, গোটা ব্রিটিশ গোয়েন্দা ও নিরাপত্তা জগতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। একবিংশ শতাব্দীর জটিল ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত হুমকির মোকাবিলায় একজন নারী নেতার কৌশলী, দূরদর্শী ও সাহসী নেতৃত্ব নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো