হোম > বিশ্ব > ইউরোপ

অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতনের দায়ে ইতালিতে ২ বাংলাদেশির ২০ বছরের জেল

লিবিয়ার একটি শিবিরে অভিবাসনপ্রত্যাশীদের আটকে রেখে নির্যাতনের দায়ে ইতালির সিসিলি রাজ্যের একটি আদালত দুই বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। 

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত আরব নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পালেরমোর প্রসিকিউটর গেরি ফেররার বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অভিযোগের বিষয়ে পুলিশ তদন্তের সমন্বয় করেন। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন দুই বাংলাদেশি পাজরুল সোহেল এবং হারুন মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁদের বন্দী করে কয়েক মাস ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তাঁরা। 

এই দুই বাংলাদেশি আরও অনেক অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে ২০২০ সালের ২৮ মে সিসিলিতে পৌঁছান। অন্যদের মতো তাঁরাও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকায় ছিলেন। 

লিবিয়ার আশ্রয় শিবিরে থাকা অভিবাসনপ্রত্যাশীরা তাঁদের শনাক্ত করেছেন। অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ৬ জুলাই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন তাঁদের ফোনে ধারণ করা নির্যাতনের ভিডিও সরকারি কৌঁসুলিদের দিয়েছিলেন। 

এ ছাড়া তদন্তকারীরা ফেসবুকে আসামিদের একে ৪৭ রাইফেল হাতে ধরা অবস্থার ছবিও খুঁজে পেয়েছেন। অভিবাসনপ্রত্যাশীরা বলেছেন, এসব অস্ত্রের বাঁট দিয়ে তাঁদের আঘাত করা হতো। 

সিসিলির শহর পালেরমোর আর্চবিশপ কোরাদো লোরেফিস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই রায় সেই দিনই আসে যেদিন পোপ ফ্রান্সিস লিবিয়ার “কনসেন্ট্রেশন ক্যাম্প”-এর নিন্দা জানিয়েছিলেন। যারা দেশ ছেড়ে পালাতে চান তাঁরা মানব পাচারকারীদের হাতে কতটা ভোগান্তির শিকার হন তা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছিলেন পোপ। আরব নিউজের কাছে তিনি পরিস্থিতিকে ‘অমানবিক এবং অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার