হোম > বিশ্ব > ইউরোপ

বাল্টিক সাগরে রহস্যজনক কর্মকাণ্ড, রাশিয়ার দিকে আঙুল তুলল ফিনল্যান্ড

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের কোস্ট গার্ড দাবি করেছে, গত এপ্রিল থেকেই বাল্টিক সাগরে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সাগর দিয়ে চলাচল করা ট্যাংকারগুলো রাশিয়ায় ভ্রমণ গোপন করার জন্য তাদের অবস্থানের তথ্য স্পুফ করছে।

গত সপ্তাহে ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী লুলু রানে বলেছেন—ফিনল্যান্ড বিশ্বাস করে, ন্যাভিগেশনে ব্যবহৃত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এবং জিপিএস সিগন্যালে ফিনল্যান্ড এবং বাল্টিক সাগরে শনাক্ত করা ঝামেলার পেছনে রয়েছে রাশিয়া।

ফিনল্যান্ডের কোস্ট গার্ড বলেছে, ফিনল্যান্ড উপসাগরে গত এপ্রিল থেকেই তারা ক্রমবর্ধমানভাবে জিএনএসএস জ্যামিং শনাক্ত করছে। এর ফলে জাহাজগুলোর পথ হারানোর মতো ঘটনা ঘটছে। এভাবে পথ হারিয়ে কোনো দ্বীপ কিংবা অগভীর পানির কাছাকাছি চলে আসার মুহূর্তে জাহাজগুলোকে সতর্ক করতে হয়েছে ফিনিশ কর্তৃপক্ষকে।

ফিনল্যান্ডের উপসাগরীয় কোস্টগার্ড কমান্ডার পেক্কা নিটিলা রয়টার্সকে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা এটাও দেখেছি, এআইএস ডিভাইসগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে এবং এইভাবে অবস্থানের তথ্য অনলাইন লোকেশন সিস্টেমে জাল করা হয়েছে। জাহাজের জন্য একটি ভুল অবস্থান দেখানো হয়েছে।’

রাশিয়া অবশ্য অতীতে এ ধরনের যোগাযোগ ও স্যাটেলাইট নেটওয়ার্কে হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

নিটিলা দাবি করেছেন—স্পুফিং একটি নতুন ঘটনা, যা সেন্ট পিটার্সবার্গের আশপাশের রুশ বন্দর পরিদর্শনকারী বিভিন্ন ট্যাংকারের দ্বারা সংঘটিত হয়েছে। এ ধরনের ঘটনা অন্তত ১০ বার শনাক্ত করেছে ফিনিশ কোস্টগার্ড। বিষয়টির উদাহরণ দিতে গিয়ে নিটিলা বলেন, ‘যদি রাশিয়ার তেল কেনা কোনো দেশ দেখাতে না চায় যে, তারা রাশিয়া থেকে তেল কিনেছে, তাহলে বিক্রেতা কিংবা তেল বহন করা জাহাজটি স্পুফিং ব্যবহার করে দেখাতে পারে যে, জাহাজটি রাশিয়ায় সফর করেনি।’

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন