হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি প্রস্তাবে জার্মানির ‘না’

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা ব্যয় নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ট্রাম্পের দাবি, ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করতে হবে। তবে এতে একমত নন শলৎস। পশ্চিম জার্মানিতে গত সোমবার এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি।

ওলাফ শলৎস বলেন, ‘জার্মানির ক্ষেত্রে জিডিপির ৫ শতাংশ খরচ করা মানে প্রতিরক্ষায় ২০ হাজার কোটি ইউরো খরচ করা। জার্মানির ফেডারেল বাজেটই ৫০ হাজার কোটি ইউরো হয় না।’

ওলাফ শলৎস বলেন, ‘প্রচুর কর বাড়িয়ে বা অন্য সব খরচ কমিয়ে প্রতিরক্ষায় খরচ বাড়াতে হবে। কিন্তু অন্য সব খাতে খরচ করা খুব জরুরি। আমি কখনো পেনশন কমাব না, স্থানীয় সরকার বা যানবাহন পরিকাঠামোর খরচ কাটছাঁট করব না।’

জার্মান চ্যান্সেলর বলেন, গত বছর জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষায় খরচ করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম প্রতিরক্ষায় জিডিপির ২ শতাংশ অর্থ খরচ করা হয়েছে। এই হার বহাল থাকবে।

ওলাফ শলৎস আরও বলেন, ‘যাঁরা জিডিপির ২ শতাংশের বেশি অর্থ ব্যয়ের প্রস্তাব দিচ্ছেন, তাঁরা এটাও জানান, ওই অর্থ কোথা থেকে পাওয়া যাবে?’ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর জার্মানির পার্লামেন্টে শলৎস জানিয়েছিলেন, জার্মান সেনাবাহিনীর জন্য তিনি ১০ হাজার কোটি ইউরোর বিশেষ তহবিল তৈরি করবেন। কিন্তু বাজেট পরিস্থিতি ও ঘাটতি নিয়ে কড়া সাংবিধানিক নিয়মের কারণে শেষ পর্যন্ত সেটি করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, সেনাবাহিনীর জন্য খরচ বাড়ানো উচিত। সম্প্রতি ইউক্রেনের হাতে অত্যাধুনিক কামান তুলে দেওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী দিনে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ২০২৫ সালে আমরা এই প্রবণতা বজায় রাখব। পরের বছরগুলোতেও আমাদের প্রতিরক্ষায় আরও বিনিয়োগ করতে হবে। জিডিপির ২ শতাংশ দিয়ে তা শুরু হয়েছে। সেটা আরও বাড়াতে হবে।’

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’