হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের হামলায় রাশিয়ার ২ শিশুসহ নিহত ৬ 

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে রুশ অধিকৃত ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্টিপোলে ইউক্রেনের ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার সময় এগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। 

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ১২৪ জন আহত হওয়ার খবর দিয়েছে। বাংলাদেশ সময় রোববার রাতে স্কাই নিউজের এক প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা ছাড়াও সেভাস্টিপোলের একটি সৈকতে নারী-পুরুষ ও শিশুদের দৌড়াতে দেখা গেছে। 

এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে আরও একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেলগোরোদের গ্রেভোরন শহরের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেভাস্টিপোলে বেসামরিক রুশ নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রগুলো ক্লাস্টার যুদ্ধাস্ত্রে সজ্জিত ছিল। আর ওই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

সেভাস্টিপোলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—অতএব, সেভাস্টিপোলে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলার দায়ভার মূলত ওয়াশিংটনের। ইউক্রেনকে এই অস্ত্রগুলো তারা সরবরাহ করেছে। 

ইউক্রেনের কর্মকর্তারা এই হামলা ও হতাহতের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দেশটিকে আত্মরক্ষার প্রয়োজনে নিজেদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করার অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট