হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া

ছবি: বিবিসি

ইউক্রেনকে লক্ষ্যবস্তু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।

ইউক্রেনের বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। ইউক্রেনের দানিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুর ভাগের এই হামলায় রাশিয়া আইসিবিএম ছাড়াও আরও কয়েক ধরনের মিসাইল ব্যবহার করেছিল। এর মধ্যে অন্তত ৬টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।

সম্প্রতি রাশিয়ায় হামলা করতে মার্কিন নির্মিত ATACMS মিসাইল ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চলমান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে ওঠে। বাইডেন প্রশাসনের অনুমতি পেয়ে ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ্য করে ATACMS মিসাইল নিক্ষেপ করেছে। আইসিবিএম মিসাইল নিক্ষেপ করে এই ঘটনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিছুই বলার নাই।’ তিনি বিষয়টিকে সেনাবাহিনী বিষয় বলে উড়িয়ে দেন।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত