হোম > বিশ্ব > এশিয়া

ঘুষ নেওয়ার মামলায় ৩ বছরের কারাদণ্ড সু চির

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) দেশটির একটি সামরিক আদালত এই দণ্ড দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৭ বছর বয়সী সু চির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ ১৮টি অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রায় ২০০ বছরের মতো কারাদণ্ড হতে পারে তাঁর। 

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তাঁর দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়। 

রাজধানী নেপিদোয় জান্তা সরকারের বিশেষ আদালতে শান্তিতে নোবেলজয়ী সু চির বিচার চলছে। জান্তা সরকারের গোপন এই আদালতে মামলার শুনানির সময় গণমাধ্যমকর্মী বা অন্যরা উপস্থিত থাকতে পারছেন না। এমনকি সু চির আইনজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!