হোম > বিশ্ব

বিশ্ব অর্থনীতির মৌলিক পরিবর্তন চলছে, আছে মন্দার ঝুঁকি: আইএমএফ

বৈশ্বিক অর্থনীতি মৌলিকভাবে পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর মতে, বৈশ্বিক মন্দার ঝুঁকি, ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে ফাটল বিশ্বকে ‘আপেক্ষিক স্থিতিশীলতা’ থেকে ‘মৌলিক পরিবর্তন’ করে দিতে পারে। 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘অর্থনৈতিক ধাক্কার কারণে মূল্যস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যা বিশ্বের দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করছে।’ কোভিড–১৯ মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ এবং ভূরাজনৈতিকভাবে রাষ্ট্রগুলোর বিচ্ছিন্ন অবস্থানে থাকার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

আইএমএফ আগামী বছরের জন্য নিজেদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেবে, সতর্ক করে জর্জিয়েভা বলেন,—‘আমরা বিশ্ব অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছি।’ তিনি সতর্ক করে আরও বলেন, ‘বিশ্ব তুলনামূলক পূর্বানুমানমূলক সময়কাল—যেখানে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আন্তর্জাতিক অর্থনীতির সহযোগিতা পরিচালিত হতো যেখানে সুদহার এবং মূল্যস্ফীতি কম ছিল—সেখান থেকে একটি উচ্চমাত্রায় ভঙ্গুর অর্থনৈতিক যুগে প্রবেশ করতে যাচ্ছে।’ 

ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, ‘এর অর্থ হলো—এমন একটি বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া যেখানে অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংঘাত, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াবে এবং যেখানে যে কোনো দেশ চাইলেই অন্য কোনো দেশকে আরও সহজে একঘরে করে ফেলতে পারবে।’ 

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া