হোম > বিশ্ব > ভারত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে স্থগিত এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট

কলকাতা সংবাদদাতা 

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। কয়েক কিলোমিটার উচ্চতার পুঞ্জীভূত ধোঁয়া, ছাই ও লাভা বের হয়ে আসছে। এই ভয়াবহ অগ্ন্যুৎপাতের প্রভাবে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক ছাইয়ের স্তর, যার ফলে বাতাসে দৃশ্যময়তা মারাত্মকভাবে কমে গেছে। এ অবস্থায় পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইন্দোনেশিয়ার বালি-গামী বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাদের অন্তত ১২টির বেশি আন্তর্জাতিক ও ট্রানজিট ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে দিল্লি, মুম্বাই ও কলকাতা থেকে বালি যাওয়ার জন্য নির্ধারিত বিমানগুলোও রয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। বালি আন্তর্জাতিক বিমানবন্দর এনগুরাহ রাই এয়ারপোর্ট বাতাসে থাকা এই ছাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ান ভৌগোলিক সংস্থা পিভিএমবিজি জানিয়েছে, এই অগ্ন্যুৎপাত দেশটির সুপারভলক্যানিক অঞ্চলের অংশ, যা অতীতে বহুবার ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার চাদরে বিস্তীর্ণ অঞ্চল ঢাকা পড়েছে।

পরিস্থিতি আরও খারাপ হলে শুধুমাত্র এয়ার ইন্ডিয়াই নয়, আরও আন্তর্জাতিক সংস্থাগুলোকেও ফ্লাইট বাতিল করতে হতে পারে বলে জানানো হয়েছে।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু