হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

অ্যাক্সিওস সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে শিগগিরই একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস ইরানের সঙ্গে আলোচনা করছে।

বিষয়টি সম্পর্কে অবহিত চারটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হবে ‘একটি কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা, যার মধ্যে একটি পরমাণু চুক্তি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান অন্তর্ভুক্ত থাকবে’।

এই প্রতিবেদন কয়েক ঘণ্টা আগে সিএনএনেও প্রকাশিত হয়েছে। সম্প্রচারমাধ্যমটি এর আগেও জানিয়েছিল, ট্রাম্প তাঁর দলের সদস্যদের ‘যত দ্রুত সম্ভব ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করার’ নির্দেশ দিয়েছেন।

সিএনএন একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ইসরায়েল ও ইরান সঠিক দিকে এগোচ্ছে।

এদিকে, ট্রাম্প কানাডায় জি৭ শীর্ষ সম্মেলন থেকে তাড়াহুড়ো করে চলে গেছেন। মার্কিন গণমাধ্যম বলছে, তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হুমকিও দিয়েছিলেন। পোস্টে তিনি তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী