হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

আজকের পত্রিকা ডেস্ক­

গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ ‘বাংলাদেশি’ সন্দেহে সোনালীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। ছবি: এক্স

সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল। দীর্ঘ জটিলতা শেষে তিনি ভারতে ফিরে যাওয়ার মাসখানেকের মাথায় এ খবর এল।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম চিকিৎসকদের বরাতে জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ ও স্থিতিশীল রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, বীরভূমের মুরারই এলাকার বাসিন্দা সোনালী খাতুন দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছরের জুনে তাঁকে ও তাঁর পরিবারের আরও পাঁচ সদস্যকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সোনালী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। তা সত্ত্বেও মানবিকতা লঙ্ঘন করে তাঁকে ও তাঁর আট বছরের ছেলে সাব্বির শেখকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়।

দীর্ঘ ছয় মাস বাংলাদেশে থাকার পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এবং দুই দেশের কূটনৈতিক তৎপরতায় গত ৫ ডিসেম্বর তিনি ভারতে ফেরেন।

গত ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর সোনালী ও তাঁর ছেলেকে হস্তান্তর করা হয়েছিল। ছবি: বিজিবি

সোনালীর মা হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সোনালী খাতুনের পুত্রসন্তান জন্মদানের খবর আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে। ক্ষমতার অপব্যবহার করে একজন অন্তঃসত্ত্বা নারীকে যেভাবে বাংলাদেশি সাজিয়ে জোরপূর্বক দেশছাড়া করা হয়েছিল, তা ছিল চরম অবিচার ও মর্যাদাহানি। সোনালীর অসীম সাহস ও মনোবল এই জয় এনে দিয়েছে।’

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী ও তাঁর ছেলেকে হস্তান্তর করা হয়েছিল। পরে বিজিবি সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ভারতীয় হাইকমিশনের অনুরোধে তাদের নিরাপদে ফেরত পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প