হোম > বিশ্ব

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নির্বাচনী মিছিলে গুলি করে হত্যা 

ইকুয়েডরে নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারাভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো ল্যাসো হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যালেগিও অ্যান্ডারসন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। ফের্নান্দো ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুইলার্মো ল্যাসো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) টুইটে ল্যাসো লিখেছেন, ‘তাঁর যে স্মৃতি এবং তাঁর যে সংগ্রাম তা স্মরণীয় করে রাখতেই আমি নিশ্চয়তা দিচ্ছি যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ অপরাধ অনেক বেড়ে গেছে, কিন্তু আইন তাঁর সমস্ত শক্তি নিয়ে তাদের পেছনে লেগেছে।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভিয়াভিসেনসিও ইকুয়েডরের পার্লামেন্টের সাবেক সদস্য। ঘটনার সময় আরও বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। এই নির্বাচনে মোট আটজন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, তবে ভিয়াভিসেনসিওর হত্যাকাণ্ডের পর এখন মোট প্রার্থী রইলেন সাতজন।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প