হোম > বিশ্ব

অবশেষে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী হেনরি

অবশেষে পদত্যাগ করেছে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির (ক্যারিকম) চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য জানিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলের দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতার পাশাপাশি পদত্যাগের চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে হেনরি পদত্যাগ করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক জোট ক্যারিকমের নেতারা। এ বৈঠকের পরপরই হেনরির পদত্যাগের তথ্য জানান ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান ইরফান আলী। 

বৈঠকের পর জ্যামাইকার রাজধানী কিংস্টনে ক্যারিকমের চেয়ারম্যান ইরফান আলী বলেন, ‘হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ নিশ্চিত করছি আমরা।’ হেনরি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকে আছেন। মূলত সশস্ত্র গ্যাংগুলোর বাঁধার কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। 

উল্লেখ্য, ২০২১ সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডের শিকার হন। তার পর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন। সম্প্রতি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সড়কগুলো নিয়ন্ত্রণে নেয় ভারী অস্ত্রধারী গ্যাংগুলো। তারা হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগের দাবি করে আসছিল। এমনকি তাঁরা তাঁর পদত্যাগের সময়সীমাও বেঁধে দিয়েছিল। 

কয়েক দশক ধরেই দারিদ্র্য, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। ২০২১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যা করা হয়। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে আরও বড় আকারের বিশৃঙ্খলা। এরপর ক্ষমতায় আসেন এরিয়েল হেনরি। গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার কথা ছিল তার। 

কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে গ্যাংগুলো শহর ছাড়িয়ে গ্রামেও আধিপত্য বিস্তার করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির নিরাপত্তা বাহিনীকেও করে ফেলেছে কোণঠাসা। এমন অবস্থায় হেনরি বলছেন, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। দেশকে স্থিতিশীল করার জন্য জাতিসংঘ সমর্থিত বহুজাতিক পুলিশ মিশন মোতায়েন করার আহ্বান জানিয়েছেন তিনি।

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট