হোম > বিশ্ব

৯ বিয়ে করা ব্রাজিলিয়ান মডেলের বিবাহবিচ্ছেদ

ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি। 

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো। 

উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না। 

ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’ 

উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন। 

বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’

উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন। 

ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’