হোম > বিশ্ব

সিডনিতে পরিচ্ছন্নতাকর্মীকে ভারতীয়ের ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নিহত 

অস্ট্রেলিয়ার সিডনি ট্রেন স্টেশনে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় পুলিশ। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত খবর অনুসারে, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তি আচমকা এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরি দিয়ে আক্রমণ করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশকেও আক্রমণের হুমকি দিতে থাকেন। পরে বাধ্য হয়ে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। 

সিডনিতে ভারতের কনস্যুলেট নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। নিহতের নাম মোহাম্মদ রহমাতুল্লাহ সৈয়দ আহমেদ। তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুতে। আহমেদের বয়স ৩২ বছর বলেও জানায় কনস্যুলেট। ভারতের কনস্যুলেট জেনারেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

মঙ্গলবার সিডনির পশ্চিমে অবার্ন ট্রেন স্টেশনে ২৮ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মীকে আহমেদ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় বাধা দিলে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেন তিনি। পরে একজন পুলিশ কর্মকর্তা তিনটি গুলি ছোড়েন, যার মধ্যে দুটি গুলি আহমেদের বুকে লাগে। পরে ঘটনাস্থলেই তাঁকে চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আহমেদকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, আহমেদকে গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ঘটনার তদন্তে সহায়তা করার জন্য কাউন্টার টেররিজম ইউনিট কাজ করবে বলেও জানান স্মিথ। 

এদিকে পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার পেছনে আহমেদের মানসিক স্বাস্থ্যের ভূমিকা ছিল কি না, তা তদন্ত করছেন গোয়েন্দারা।  
 

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প