হোম > বিশ্ব

সিডনিতে পরিচ্ছন্নতাকর্মীকে ভারতীয়ের ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নিহত 

অস্ট্রেলিয়ার সিডনি ট্রেন স্টেশনে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় পুলিশ। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত খবর অনুসারে, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তি আচমকা এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরি দিয়ে আক্রমণ করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশকেও আক্রমণের হুমকি দিতে থাকেন। পরে বাধ্য হয়ে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। 

সিডনিতে ভারতের কনস্যুলেট নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। নিহতের নাম মোহাম্মদ রহমাতুল্লাহ সৈয়দ আহমেদ। তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুতে। আহমেদের বয়স ৩২ বছর বলেও জানায় কনস্যুলেট। ভারতের কনস্যুলেট জেনারেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

মঙ্গলবার সিডনির পশ্চিমে অবার্ন ট্রেন স্টেশনে ২৮ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মীকে আহমেদ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় বাধা দিলে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেন তিনি। পরে একজন পুলিশ কর্মকর্তা তিনটি গুলি ছোড়েন, যার মধ্যে দুটি গুলি আহমেদের বুকে লাগে। পরে ঘটনাস্থলেই তাঁকে চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আহমেদকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, আহমেদকে গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ঘটনার তদন্তে সহায়তা করার জন্য কাউন্টার টেররিজম ইউনিট কাজ করবে বলেও জানান স্মিথ। 

এদিকে পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার পেছনে আহমেদের মানসিক স্বাস্থ্যের ভূমিকা ছিল কি না, তা তদন্ত করছেন গোয়েন্দারা।  
 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের