হোম > বিশ্ব

আর্জেন্টিনা ছাড়াই সম্প্রসারিত ব্রিকসের যাত্রা শুরু

গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছিল ব্রিকসের সর্বশেষ বড় সম্মেলন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, জোট সম্প্রসারণ করা হবে। সিদ্ধান্ত অনুসারে আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটে যোগ দেওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারিতে। তবে সেই সিদ্ধান্ত থোড়াই কেয়ার করে জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। তবে বাকি পাঁচটি দেশ আনুষ্ঠিকভাবে জোটে যোগ দিয়েছে। 

ব্রিকস জোটের বর্তমান সভাপতি দেশ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর গতকাল বুধবার জানিয়েছেন, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হিসেবে যোগ দিয়েছে। 

ব্রিকস জোটে আগে থেকেই পাঁচটি—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—সদস্য দেশ ছিল। এবার মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন করে যোগ দেওয়ায় জোটের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ১০। 
 
গতকাল বুধবার নালেডি প্যান্ডর বলেছেন, ‘ব্রিকসের সদস্যপদ নিশ্চিতকরণের ক্ষেত্রে ছয়টি দেশের মধ্যে পাঁচটি দেশই নিশ্চিত করেছে। সেগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান ও মিসর।’ তিনি আরও বলেছেন, ‘আর্জেন্টিনা জানিয়েছে, তারা ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার জন্য আগের প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না। আমরা তাদের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ 

এর আগে, গত নভেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অন্যতম জ্যেষ্ঠ অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ডায়ানা মন্ডিনো গত রুশ সংবাদমাধ্যম স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘১ জানুয়ারি আর্জেন্টিনা ব্রিকসে যোগ দেবে এমন কোনো পরিকল্পনা আমাদের নেই।’ 

ডায়ানা মন্ডিনো বলেছিলেন, ‘আমি বুঝি না, ব্রিকসে যোগ দেওয়া নিয়ে এত আগ্রহ কেন?’ এ সময় তিনি জানান, আর্জেন্টিনা কেন ব্রিকসে যোগ দেবে এবং দিলে কী কী সুবিধা আর্জেন্টিনা পাবে, সে বিষয়গুলো পরিষ্কার নয়। তিনি আরও জানান, সংস্থাটিতে আর্জেন্টিনা কেন যোগ দেবে, সে-বিষয়ক সুযোগ-সুবিধা বিবেচনা করবে আগে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। 

সেই সূত্রে বলা যায়, আর্জেন্টিনার বর্তমান প্রশাসন আপাতত ব্রিকসে যোগ দেবে না বলেই মনে হচ্ছে। শিগগির এই পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে বলেও মনে হয় না।

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান চায় ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার