হোম > বিশ্ব

চে গুয়েভারাকে হত্যাকারী সেই সেনা মারা গেছেন

মার্কসবাদী বিপ্লবী নায়ক আর্নেস্তো চে গুয়েভারাকে গুলি করে হত্যা করার দায় স্বীকারকারী বলিভিয়ার সেই সৈনিক ৮০ বছর বয়সে আজ বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর আত্মীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের এক জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেছিলেন মারিও তোরান সালাজার নামের এক বলিভিয়ান সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সান্তা ক্রুজ দে লা সিয়েরার এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তাঁর জীবনাবসান হলো। হাসপাতাল কর্তৃপক্ষ ‘চিকিসা গোপনীয়তার’ কারণ দেখিয়ে তাঁর মৃত্যুর বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। 

আর্জেন্টাইন বংশোদ্ভূত চে গুয়েভারা ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন কিউবান-মার্কিন সিআইএ এজেন্টের সহায়তায় বলিভিয়ার সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। তাঁকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন গেরি প্রাডো নামের একজন বলিভিয়ান সৈনিক। 

এই বিপ্লবী নেতা চে গুয়েভারা তখন ক্ষুধা ও রোগে ভুগলেও বলিভিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের একটি ছোট দলের নেতৃত্ব দিচ্ছিলেন। আহত গুয়েভারাকে বন্ধী করে লা হিগুয়েরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছিলেন মারিও তোরান। 

মারিও তোরান দীর্ঘ ৩০ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসর নেন। অবসরের পর তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলতেন। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘গুয়েভারাকে হত্যার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেই সময় চেকে দীর্ঘদেহী দেখাচ্ছিল। তাঁর চোখ জ্বলজ্বল করছিল।’ 

আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণকারী চে গুয়েভারা চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেন এবং তারপর পুরো ল্যাটিন আমেরিকা ভ্রমণ করেন। এ সময় তাঁর সঙ্গে কিউবার দুই বিপ্লবী ভাই ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর দেখা হয়। তিনি কিউবার বিপ্লবী সেনাবাহিনীতে যোগ দেন। তাঁরা ১৯৫৯ সালে মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে কিউবার ক্ষমতায় বসেন। 

মাত্র ৩৯ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এই মহান বিপ্লবী। 

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন