হোম > বিশ্ব

বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে, নিহতের পরিবারের প্রতি ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটির মহাসচিব। যেসব অপরাধীরা এই হামলার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

এদিকে, বুধবার আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকেও নিহত জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছে সংস্থাটি। বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীরা খুবই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে। যারা ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে এভাবে দায়িত্ব পালন করছে এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে জাতিসংঘ সব সময় তাদের পাশে থাকবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অপারেশন পরিচালনার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ওই ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও একজন আহত হন। ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে আসছে। নিহত সেনা সদস্যদের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির