হোম > বিশ্ব

ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫ 

ব্রাজিলের বিভিন্ন রাজ্যে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দেশটির তিনটি রাজ্য—রিও ডি জেনিরো, সাও পাওলো ও বাহিয়ায় এই অভিযান চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল বুধবার রিও ডি জেনিরোর কমপ্লেক্সো ডা পেনহায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়। বুধবার ভোর ৩টার দিকে মাদক পাচারকারী ও পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু করে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত ব্রাজিলের বাহিয়া রাজ্যে মাদক কারবারিদের মধ্যকার সংঘর্ষে ১৯ জন নিহত হয়। বাহিয়ার রাজধানী সালভাদর, অপর দুই শহর কামাকারি ও ইতাতিমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই ১৯ জন নিহত হন। এ ছাড়া সাও পাওলো রাজ্য প্রশাসন জানিয়েছে, রাজ্যের বাইজাডা সান্তিস্তা এলাকায় পুলিশের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে। 

এদিকে গত সপ্তাহের বৃহস্পতিবার গুয়ারুজায় এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় অতিরিক্ত প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সামরিক পুলিশের কৌশলগত ইউনিট রোটার সদস্য প্যাট্রিক বাস্তোস রেইসের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে এই এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশ এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার, ৪০০ কেজি মাদক ও ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। 

অন্যদিকে, মানবাধিকার সংস্থাগুলো বাইজাডা সান্তিস্তা এলাকায় পুলিশের পদক্ষেপকে প্রতিশোধপ্রণোদিত গণহত্যা হিসেবে নিন্দা করেছে। মানবাধিকার প্রতিরক্ষাবিষয়ক রাষ্ট্রীয় কাউন্সিলের (কনডেপে) সভাপতি দিমিত্রি সেলস বলেছেন, ‘গুয়ারুজায় যা ঘটেছে, তা একটি গণহত্যা। সেগুলো ছিল ইচ্ছাকৃত খুন। সাও পাওলো রাজ্যে অবশ্যই এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।’

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট