হোম > বিশ্ব

দীর্ঘ কর্মঘণ্টায় অকালমৃত্যু হচ্ছে লাখ লাখ মানুষের: গবেষণা

ঢাকা: দীর্ঘ কর্মঘণ্টা প্রতিবছর লাখ লাখ মানুষের অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে এটি আরও বাড়তে পারে। আজ সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি যৌথ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা যায়, ২০১৬ সালে দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়। যা ২০০০ সাল থেকে প্রায় ৩০ শতাংশ বেশি।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নিরা বলেন, সপ্তাহে ৫৫ ঘণ্টা অথবা এর চেয়ে বেশি কাজ করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির।

গবেষণায় দেখা যায়, বেশিরভাগ ভুক্তভোগী (প্রায় ৭২ শতাংশ) মধ্যবয়সী পুরুষ অথবা বৃদ্ধ। দক্ষিণপূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেশিরভাগ মানুষ দীর্ঘ কর্মঘণ্টার ভুক্তভোগী। এসব অঞ্চলে চীন, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশও রয়েছে।

গবেষণায় ১৯৪টি দেশ থেকে তথ্য–উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এতে সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজ করা ব্যক্তিদের সঙ্গে ৫৫ ঘণ্টা অথবা এর চেয়ে বেশি কাজ করা ব্যক্তিদের তুলনা করা হয়েছে। যেখানে দেখা যায়, যারা সপ্তাহে ৫৫ ঘণ্টা অথবা তার চেয়ে বেশি সময় কাজ করে তাঁদের স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ বেশি থাকে । পাশাপাশি ইসকেমিক হার্ট ডিজিস হয়ে মারা যাওয়ার ঝুঁকিও ১৭ শতাংশ বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গবেষণাটি ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে করা হয়েছে। সুতরাং এখানে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির সময়ের অবস্থা তুলে ধরা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মjর্তারা বলছেন, করোনায় কর্মক্ষেত্রে না গিয়ে কাজ করা এবং বৈশ্বিক অর্থনীতির গতি কমে যাওয়া দীর্ঘ কর্মঘণ্টার জন্য মানুষকে বাধ্য করতে পারে। এতে ঝুঁকি আরও বাড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, মহামারিটি এমন উন্নয়নকে ত্বরান্বিত করছে যা কাজের সময় বাড়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। করোনায় কমপক্ষে ৯ শতাংশ মানুষ দীর্ঘ কর্মঘণ্টায় কাজ করে যাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুসসহ অন্য কর্মীরা জানিয়েছেন, করোনায় তাঁরা দীর্ঘ সময় ধরে কাজ করছেন।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা ফ্রাঙ্ক পেগা বলেন, উৎপাদন বাড়ানোর জন্য কাজের শুরুতে কর্মঘণ্টা ঠিক করে নেওয়াটাই মালিকদের জন্য সুবিধাজনক পন্থা। অর্থনৈতিক সঙ্কটে কর্মঘণ্টা না বাড়িয়ে দেওয়া সত্যিই একটি বুদ্ধিমানের কাজ।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প