হোম > বিশ্ব

রিও ডি জেনিরোতে মাদকপাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ২৫

ঢাকা: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার শহরের জাকারেজিনহো এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মাদক পাচারকারীরা তাদের দলের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালালে এই গোলাগুলি হয়।

সংঘর্ষের সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, গোলাগুলির সময় মাদক পাচারকারীরা জাকারেজিনহো বিভিন্ন বাড়ির ছাদ দিয়ে পালানোর চেষ্টা করছিল।
রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামে তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারা বলছে, তিনি তার পছন্দের পেশাকে সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।’

এদিকে দরিদ্র এবং কৃষ্ণাঙ্গ অধ্যুষিত জাকারেজিনহো পুলিশের অভিযানে হতাহতের ঘটনায় কঠোর সমালোচনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। পুলিশের এমন অভিযানে হতাহতের ঘটনাকে "নিন্দনীয় এবং আপত্তিজনক বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানে চিহ্নিত দলটি মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণের সঙ্গে জড়িত।

ব্রাজিলের সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি রিও ডি জেনেরো। এখানকার বিস্তৃর্ণ এলাকা সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে থাকে। আর এদের বেশিরভাগই মাদক পাচারের শক্তিশালী দলের সঙ্গে জড়িত।

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস