হোম > বিশ্ব > এশিয়া

ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ন্যাটো সম্মেলনে যাচ্ছে না জাপান ও দক্ষিণ কোরিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

জাপানের প্রধানমন্ত্রী শিগোরু ইশিবা (বাঁয়ে) এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং (ডানে)। ছবি: কিওদো নিউজের সৌজন্যে

মার্কিন সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগোরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, উভয়েই তাঁদের পূর্বনির্ধারিত এই সফর বাতিল করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র লি-র অনুপস্থিতির কারণ হিসেবে ‘অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি’র সম্মিলিত প্রভাবের কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘বিভিন্ন পরিস্থিতি’কে ইশিবা শিগোরুর শেষ মুহূর্তের সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে জাপানে চলমান শোকাবহ বার্ষিকীগুলোর একটি ধারাবাহিকতাও এর পেছনে কাজ করছে। এর মধ্যে এই সপ্তাহে সংঘটিত ওকিনাওয়া যুদ্ধের ৮০তম বার্ষিকী বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রায় ২ লাখ মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিল। এ ছাড়া, আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মর্মান্তিক বার্ষিকীও রয়েছে।

ন্যাটোভুক্ত দেশ না হয়েও এই সম্মেলনে যোগদানের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্যক্তিগতভাবে এই সম্মেলনে উপস্থিত না থাকার কথা জানিয়েছিলেন।

জানা গেছে, এই তিন দেশের নেতারাই তাঁদের পরিবর্তে ডেপুটিদের সম্মেলনে পাঠাবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে এই অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও খবর পড়ুন:

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২