হোম > বিশ্ব

করোনার নতুন ধরন ওমিক্রনে কানাডায় শনাক্ত ২

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে। একের পর এক দেশে করোনার এই নতুন ধরন ছড়াচ্ছে। এবার কানাডার অন্টারিও প্রদেশের অটোয়াতে দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া দুজনই সম্প্রতি নাইজেরিয়া থেকে ভ্রমণ করে এসেছেন। শনাক্ত দুজনই আইসোলেশনে রয়েছেন। এক যৌথ বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট এবং স্বাস্থ্য বিভাগের প্রধান মেডিকেল অফিসার ডা. কাইরান মুর তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। কেন্দ্রীয় সরকারকে এই নতুন ধরনের বিরুদ্ধে আরও সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়। গত দুই সপ্তাহে দেশটির গৌতেং প্রদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে গত শুক্রবার এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর