হোম > বিশ্ব

কয়লাভিত্তিক প্রকল্পে আর অর্থায়ন করবে না চীন

দেশের বাইরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে চীন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে রেকর্ডকৃত এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই ঘোষণা দেন। 

চীনের প্রেসিডেন্ট বলেন, কার্বন নিঃসারণ কমাতে চীনের বাইরে বিভিন্ন দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর কোনো অর্থায়ন করবে না চীন সরকার। এ ছাড়া সবুজের উন্নয়ন এবং কার্বন নিঃসারণ কমাতে চীন অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতি সমর্থন বাড়াবে। 

চলতি বছর কার্বন নিঃসারণ কমাতে এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান একই ঘোষণা দেয়। 

এক সমীক্ষায় দেখা গেছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের ৯৫ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়ন করে থাকে। এই তিন দেশ যদি এখন থেকে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন না করে, তাহলে কার্বন নিঃসারণ অনেকটাই কমে যাবে। 

তবে এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে অর্থায়ন কখন শেষ হবে, এরই মধ্যে অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রযোজ্য হবে কি না এবং চীন তাঁর নিজস্ব কয়লানির্ভরতা সম্পর্কে কী করতে যাচ্ছে, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। এসব বিষয়ে চীনা প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। 

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার