চীনে সম্প্রতি শিশুদের মধ্যে অজ্ঞাত নিউমোনিয়া ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার তীব্রতা বেড়েছে। এ কারণে দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলতে বৃদ্ধ, কম বয়সী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান সরকার। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে চীনকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করেছে। সংস্থাটির কর্মকর্তা বলছেন, দেশটিতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার প্রবণতা কোভিড-১৯-পূর্ববর্তী সময়ের তুলনায় বেশি না।
চীনে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) প্রাদুর্ভাবের পর থেকেই পাশের দেশ তাইওয়ান এ রোগের বিস্তার নিয়ে আতঙ্কগ্রস্ত হয়। ২০০২-২০০৩ সালে সার্সে বিশ্বব্যাপী প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। চীন প্রাথমিকভাবে সেই প্রাদুর্ভাব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।