হোম > বিশ্ব

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ১১ 

ব্রাজিলের একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরও ১১ জন। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর আরাক্রুজ শহরের একটি স্কুলে গুলিবর্ষণ করে বন্দুকধারী। বিষয়টি নিশ্চিত করে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যম সিবিএন রেডিওকে বলেছেন, ‘শুক্রবার সকালে বন্দুকধারী ও একদল সন্ত্রাসী স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে।’ 

ব্রাজিলে এ ধরনের সহিংসতা তুলনামূলকভাবে বেশ কম। ২০১১ সালে সর্বশেষ এ ধরনের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল। সে সময় একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল। 

এদিকে, গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে নিহত তিনজনই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। অন্য শিক্ষার্থীরা হামলার সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়টিরই এক শিক্ষার্থীকে চিহ্নিত করছেন। ওই শিক্ষার্থী হলেন ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তবে নিহতদের বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়টির সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল