হোম > বিশ্ব

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, নিহত অন্তত ২৫

লাতিন আমেরিকার দেশ পেরুতে সড়ক থেকে প্রায় ৬৫০ ফুট নিচের একটি নদীতে পড়ে গেছে একটি বাস। আর এতে নিহত হয়েছে অন্তত ২৫ জন। আহত হয়েছে আরও অনেকে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার গভীর রাতে পেরুর উত্তরাঞ্চলে আন্দেজ পর্বতমালায় অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার গভীর রাতে আন্দেজ পর্বতমালার কাজামার্কা অঞ্চলে গর্তযুক্ত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে এই তথ্য সংশোধন করে স্থানীয় প্রশাসন। তাঁরা জানায়, এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। কাজামার্কার সেলেনডিন পৌরসভার কর্মকর্তা জাইম হেরেরা বলেন, ‘৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর খাদে পড়ে যায়। আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।’ 

পেরুর জাতীয় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে। এ ছাড়া, বাসটি সড়কে চলাচলের উপযোগী ছিল কি না, তা-ও খতি দেখছে কর্তৃপক্ষ। 

পেরুতে সড়ক দুর্ঘটনার বিষয়টি একপ্রকার নিয়মিতই। দেশটিতে বাজে সড়কযোগাযোগ, বাজে ফিটনেসের গাড়িসহ নানা কারণেই দুর্ঘটনা ঘটে। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার এই দেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ