হোম > বিশ্ব

বিশ্ববাজারে তেল সরবরাহে প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাঁর দেশ বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলেরে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রস্তুত ভেনেজুয়েলা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্বের তেল–গ্যাস উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেকের সেক্রেটারি জেনারেল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরকালে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলা একটি স্থিতিশীল এবং সুরক্ষিত উপায়ে বিশ্ব অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস বাজারজাতকরণ করতে তার ভূমিকা পালনে ইচ্ছুক এবং প্রস্তুত।’ 

মাদুরো আরও জানান, বিগত কয়েক বছর ধরে পর্যাপ্ত বিনিয়োগ না থাকারও পরও তাঁর দেশে জ্বালানি শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং তাঁরা বিশ্বের চাহিদা পূরণেও প্রস্তুত। বিগত দুই দশকে ভেনেজুয়েলার জ্বালানি উত্তোলন অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। অথচ, দেশটি ২০০২ সালে প্রতিদিন অন্তত ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। 

 ২০১৩ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় আসার আগে এবং পরে দেশটির ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ক্ষমতায় আসার পর মাদুরোকে ক্ষমতা থেকে চলে যেতে চাপ দিতে আরও একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে ভেনেজুয়েলাকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বাধা দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উল্লেখ্য, দেশটির ৯৬ শতাংশ রাজস্ব আয়ই আসে তেল রপ্তানি থেকে। 

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সরবরাহ যথেষ্ট কমে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই পরিপ্রেক্ষিতে ঘোষণা দেন, ভেনেজুয়েলার ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা