‘আমার বয়স ৬২ বছর। এর আগে আমি কখনোই তুষারপাত দেখিনি।’ বেশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বললেন ইয়োদোর গনকাবস মার্কেজ। পেশায় একজন ট্রাক চালক। ব্রাজিলের অনেক মানুষেরই অবস্থা এখন এই মার্কেজের মতোই।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে তুষারপাতের ঘটনা খুবই বিরল। তবে জলবায়ু পরিবর্তনের ফলে ৫৩ বছর পর ব্রাজিলে আবারও তুষারপাতের ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বুধবার গভীর রাত থেকে দেশটির দক্ষিণ অঞ্চলের ৪০ টির বেশি শহরে তীব্র তুষারপাতের ঘটনা ঘটে। আজ শুক্রবারও তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে নেমে আসায় তুষারপাত অব্যাহত রয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর বলছে, আগস্টের শুরু পর্যন্ত এ তুষারপাত চলবে। গ্রোসো দুল সুল, সাও পাওলো, মিনাস গেরেইস ও গোয়াস রাজ্যে তাপমাত্রা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের সর্বশেষ বরফ ঝড় হয় ১৯৫৩ সালে। তখন সান্তা ক্যাটরিনা রাজ্যের একটি শহরে ৪ দশমিক ৩ ফুট তুষারপাত রেকর্ড করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে। একই সঙ্গে ব্রাজিলের কিছু কিছু অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা খুবই বিরল ঘটনা।
ব্রাজিলের এই বৈরী আবহাওয়ার খবর এই মধ্যে প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে। এই আবহাওয়ার কারণে দেশটিতে কফি ও চিনি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। ফলে এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে এ দুই পণ্যের দাম বাড়তে শুরু করেছে।