হোম > বিশ্ব

জাতিসংঘের তদন্তে সহায়তা করবে না ইসরায়েল

ঢাকা: ইসরায়েল–গাজা সংঘর্ষে উভয় পক্ষ কোনো ধরনের ‘অপরাধ’ করেছে কি না তা খতিয়ে দেখবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। কাউন্সিলটির গত বৃহস্পতিবারের এক অধিবেশনে এ সিদ্ধান্ত হয়। এ তদন্তে কোনো ধরনের সহায়তা না করার কথা জানিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবারের অধিবেশনে এ কমিটি গঠনের পক্ষে কাউন্সিলের ৪৭ সদস্যের ২৪টি পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী শিগগির একটি ‘উন্মুক্ত আন্তর্জাতিক তদন্ত কমিটি (সিওআই) ’ গঠন করা হবে। কমিটি সদ্য সমাপ্ত ইসরায়েল–গাজা যুদ্ধে উভয় পক্ষ কোনো ধরনের ‘অপরাধ’ করেছে কি না তা খতিয়ে দেখে হবে।

অধিবেশনে কাউন্সিলের প্রধান মিশায়েল বাচেলেট বলেন, ‘ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের অসংখ্য সাধারণ মানুষ মারা গেছে এবং আহত হয়েছে আরও অনেকে। তা ছাড়া উপত্যকাটিতে অনেক বাড়ি–ঘরও ধ্বংস হয়েছে। এ অবস্থায় সেখানে ইসরায়েলের যুদ্ধাপরাধ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

হামাসের উপর্যুপরি রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসরায়েলের দিকে হামাস যে পরিমাণ রকেট ছুড়েছে, তা স্পষ্টত আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।’

জাতিসংঘের কাউন্সিলটির প্রথমবারে মতো এ ধরনের কমিটি গঠনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে। এটা সফল হলে, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সমস্যার ‘মূল কারণের’ কিছুটা সুরাহা হবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

কিন্তু জাতিসংঘের এ উদ্যোগকে ইসরায়েল বিরোধী বলে এ তদন্তে কোনো ধরনের সহযোগিতা করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের আজকের উদ্যোগ ইসরায়েল বিরোধিতার নগ্নতম প্রকাশ।’

প্রসঙ্গত, ১১ দিনের ইসরায়েল–গাজা যুদ্ধে ৬৬ শিশুসহ ২৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দু হাজার। অন্যদিকে দুই শিশুসহ নিহত হয়েছে ১২ ইসরায়েলি। আর আহত হয়েছে ৩৫৭ জন। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও কাতারের সহায়তায় মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় পক্ষ। বর্তমানে দু দফা যুদ্ধ বিরতির প্রথম দফা চলছে।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প