হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে গাড়ি-ট্রাক নদীতে, ৯ জনের মৃত্যু

কলকাতা সংবাদদাতা

ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। ছবি: এনডিটিভি

গুজরাটে মহিসাগর নদীর ওপরের ৪৩ বছরের পুরোনো একটি সেতুর মাঝের অংশ ভেঙে গেছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নদীতে ডুবে গেছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুর মাঝের অংশ ভেঙে একটি জ্বালানিবাহী ট্রাক বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে পড়ে গেছে কিছু যানবাহন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। ভারী যানবাহন চলাচলের সময় এই ভেঙে পড়ার ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি ছোট যাত্রীবাহী গাড়ি সেতুর ভাঙা অংশের সঙ্গে নদীতে পড়ে যায়। চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যান স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পরপরই পুলিশ, দমকল ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজে নামে। নদীতে ডুবুরি নামানো হয়। ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প রুট চালু করা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর বিজয় চরণ জানান, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে সেতুর এক অংশ ভেঙে নদীতে পড়ে যায়। সেতুতে থাকা চারটি যানবাহনও এ সময় নদীতে পড়ে যায়। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে।

জেলা কালেক্টর অনিল ধমেলিয়া জানান, এ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক