হোম > বিশ্ব

মেক্সিকোতে মাফিয়াপুত্র গ্রেপ্তার: রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ নিহত ২৯

মেক্সিকোতে কুখ্যাত মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের জেরে দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে রক্তক্ষয়ী দাঙ্গা চলছে। মেক্সিকো সরকারের বরাতে আজ শুক্রবার এএফপি জানায়, রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছে। 

মেক্সিকো সরকারের বরাতে এএফপি জানায়, সড়ক বন্ধ করে যানবাহনে আগুন দিয়েছে দাঙ্গাকারীরা। দাঙ্গাকারীরা স্থানীয় বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তিনটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দরে কেউ হতাহত হয়নি। 

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, রক্তক্ষয়ী দাঙ্গায় দায়িত্ব পালন করার সময় দুর্ভাগ্যজনকভাবে ১০ সেনা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ সেনা। এ সময় ১৯ দাঙ্গাকারীও নিহত হয়। বন্দুকধারী ২১ দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এল চাপোর ছেলে গুজম্যান লোপেজ নিজেকে তাঁর বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন। 

লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, গুজম্যান লোপেজ কুখ্যাত সিনালোয়া কার্টলের একটি উপদলের নেতৃত্বে ছিলেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। 

মার্কিন গোয়েন্দাদের সহায়তায় গুজম্যান লোপেজকে দীর্ঘ ৬ মাসের নজরদারির পর গ্রেপ্তার করা হয় বলে জানান মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল। 

এর আগে ২০১৯ সালের দিকে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সহিংসতা এড়াতে সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন গুজম্যান লোপেজের বাবা কুখ্যাত মাদকসম্রাট এল চাপো। তাঁর বিরুদ্ধে মাদক ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। 

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের