হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘাঁটি বুঝে নিতে আসাদকে ফেরত দিতে হবে, রাশিয়াকে সিরিয়ার প্রস্তাব

২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ফাইল ছবি

সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারাআ দেশটির সামরিক ঘাঁটি ব্যবহারের বিনিময়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফেরত দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।

আল-জাজিরা জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বুধবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি। এর একদিন আগে, রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সিরিয়ায় নতুন শাসক আহমেদ আল-শারাআ-এর সঙ্গে বৈঠক করেছে।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদ। গৃহযুদ্ধের সময় রাশিয়ার সহায়তায় তিনি সিরিয়ার ক্ষমতায় ছিলেন। কিন্তু বিদ্রোহীদের আকস্মিক এক অভিযানে গত ডিসেম্বরে তিনি ক্ষমতাচ্যুত হন এবং মস্কোতে পালিয়ে যান।

বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, শারাআ দাবি করেছেন—আসাদকে ফেরত পাঠানোর পাশাপাশি সিরিয়ায় পুনর্গঠন ও পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ক্ষতিপূরণও দিতে হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে—দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।

মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তারতুস নৌ-ঘাঁটি এবং খমেইমিম বিমানঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। তবে সামরিক ঘাঁটি নিয়ে তারা কোনো সরাসরি মন্তব্য করেনি।

একটি সিরিয়ার সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়া সিরিয়ায় তাদের ভুল স্বীকার করতে নারাজ এবং দুই পক্ষ এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। শুধুমাত্র আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, ‘সিরিয়ার সঙ্গে একটি স্থায়ী সংলাপ চালিয়ে যাওয়া জরুরি।’

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ