হোম > বিশ্ব

লুলাকে হত্যার হুমকি দেওয়ায় একজন আটক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে গুলি করা হত্যার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ব্রাজিলের পুলিশ। এ ছাড়া লুলাকে অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে অপর একজনের বিরুদ্ধেও অভিযান চলছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করা লোকটিকে পারা রাজ্যের সান্তারেম শহরের একটি মদের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। আটকের পরে তাঁকে জিজ্ঞাসা করলে জানা যায়, অভিযুক্ত প্রেসিডেন্ট লুলাকে পেটে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিলেন।

ওই ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। ওই ব্যক্তিকে এমন এক সময়ে গ্রেপ্তার করা হলো, যখন আগামী ৮ থেকে ৯ আগস্ট পারা রাজ্যের রাজধানী বেলেম অ্যামাজন শীর্ষ সম্মেলনের জন্য অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি স্থানীয়দের বারবার জিজ্ঞেস করছিলেন যে সম্মেলনের সময় প্রেসিডেন্ট কোথায় থাকবেন, কোন রাস্তা দিয়ে তিনি চলাচল করবেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকজন পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই ব্যক্তিতে গ্রেপ্তার করে।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জানিয়েছেন, পেশায় তিনি একজন কৃষক এবং এর আগে তিনি সোনার খনি শ্রমিক হিসেবে কাজ করেছেন।

ওই ব্যক্তি আরও স্বীকার করেছেন, চলতি বছরের ৮ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের পর রাজধানী ব্রাসিলিয়ায় যে দাঙ্গা হয়েছিল, তাতে তিনি অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি তদন্তকারীদের বলেছেন, সেদিন তিনি কংগ্রেসের গ্রিনরুমেও আক্রমণ করেছিলেন।

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প