হোম > বিশ্ব

লুলাকে হত্যার হুমকি দেওয়ায় একজন আটক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে গুলি করা হত্যার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ব্রাজিলের পুলিশ। এ ছাড়া লুলাকে অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে অপর একজনের বিরুদ্ধেও অভিযান চলছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করা লোকটিকে পারা রাজ্যের সান্তারেম শহরের একটি মদের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। আটকের পরে তাঁকে জিজ্ঞাসা করলে জানা যায়, অভিযুক্ত প্রেসিডেন্ট লুলাকে পেটে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিলেন।

ওই ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। ওই ব্যক্তিকে এমন এক সময়ে গ্রেপ্তার করা হলো, যখন আগামী ৮ থেকে ৯ আগস্ট পারা রাজ্যের রাজধানী বেলেম অ্যামাজন শীর্ষ সম্মেলনের জন্য অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি স্থানীয়দের বারবার জিজ্ঞেস করছিলেন যে সম্মেলনের সময় প্রেসিডেন্ট কোথায় থাকবেন, কোন রাস্তা দিয়ে তিনি চলাচল করবেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকজন পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই ব্যক্তিতে গ্রেপ্তার করে।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জানিয়েছেন, পেশায় তিনি একজন কৃষক এবং এর আগে তিনি সোনার খনি শ্রমিক হিসেবে কাজ করেছেন।

ওই ব্যক্তি আরও স্বীকার করেছেন, চলতি বছরের ৮ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের পর রাজধানী ব্রাসিলিয়ায় যে দাঙ্গা হয়েছিল, তাতে তিনি অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি তদন্তকারীদের বলেছেন, সেদিন তিনি কংগ্রেসের গ্রিনরুমেও আক্রমণ করেছিলেন।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প