হোম > বিশ্ব > ভারত

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা, প্রতিবাদে মমতার পদযাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে পদযাত্রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতারা। ছবি: পিটিআই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।

কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় সব নেতা ছিলেন। অবিরাম বৃষ্টির মধ্যেও প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথে তৃণমূল নেত্রী ও অন্য নেতারা হাঁটেন। এ সময় ‘বিজেপি, ছি ছি’ স্লোগানে মুখরিত হয় এলাকা।

র‍্যালির পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রকে তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আরও বেশি বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন। বিজেপি, খেলা হবে। অপেক্ষা করুন।’

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওডিশায় পরিযায়ী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং ও দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর টিএমসি ও বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ওডিশার ঝারসুগুডায় ৪৪৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনায় এই প্রতিবাদ মিছিলের সূত্রপাত। টিএমসি দাবি করেছে, তাঁদের মধ্যে ২০০ জনই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। টিএমসি মুহূর্তটি কাজে লাগাতে দেরি করেনি। তারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে রাস্তায় নেমে এসেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের প্রায় ২২ লাখ বাংলাভাষী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন বলে জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এটি সব বিজেপিশাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব। যারা বাংলায় কথা বলে, তাদের সবাইকে কীভাবে জেলে পাঠাবেন?’

মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাদের দক্ষতা আছে বলেই তারা অন্য রাজ্যে কাজ করছে। তাদের কাজ করাবে, কিন্তু বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে? আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘রাস্তার রাজনীতিতে’ ফিরে আসার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক দিন আগে ঘটল। এই ঘটনা ইঙ্গিত দেয়, টিএমসি ২০২৬ সালের নির্বাচনে আক্রমণাত্মক বিজেপিকে মোকাবিলায় বাঙালি গর্বের আবেগপূর্ণ ইস্যুটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটি দারুণ কাজ করেছিল। সে ময় টিএমসি ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের মাধ্যমে উপজাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলেছিল। এটি বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী প্রচারকে ভোঁতা করতে সাহায্য করেছিল।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন